ডিএসসিসি’র ইতিহাসে প্রথম প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

|

ডিএসসিসি’র ইতিহাসে প্রথম প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ২য় সভায় সর্বসম্মতিক্রমে এই মেয়র প্যানেল নির্বাচিত করা হয়।

তিন সদস্যবিশিষ্ট প্যানেলের সদস্যরা হলেন কাউন্সিলর মোঃ শহিদ উল্লাহ, ইলিয়াসুর রহমান ও ফারজানা ইয়াসমিন বিপ্লবী।

৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে।

মেয়র প্যানেল নির্বাচনে উল্লেখিত তিনজনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করেন। পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভার অনুমোদনে এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply