চট্টগ্রামে রাস্তায় সন্তান প্রসব করার পর জ্ঞানহীন পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে ভর্তি করানো হলো সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে।
মঙ্গলবার রাতে নগরীর পতেঙ্গা এলাকায় সড়কে পড়ে থাকা ওই নারীকে দেখে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে নিয়ে যায় স্থানীয় কিছু তরুণ। প্রথমে মায়ের অবস্থা খারাপ থাকায় তাকে রক্ত দেওয়া হয়। এখন মা ও নবজাতক ভালো আছেন বলে জানান হাসপাতালের কর্মরত চিকিৎসকরা।
সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়ক মো. জামাল উদ্দিন জানান, সন্তান প্রসব করা নারীকে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ‘মানসিক ভারসাম্যহীন’। নবজাতক কন্যা সন্তান ও মা সুস্থ আছেন।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, ওই নারী তার নাম-ঠিকানা কিছু বলতে পারেননি। ওই নারীর পরিচয় জানতে পুলিশ আশপাশের এলাকায় খোঁজ-খবর নিচ্ছে বলেও জানান উৎপল বড়ুয়া।
Leave a reply