জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োসু’তে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। পানি বাড়তে থাকায় এখনও তলিয়ে আছে শহরের বিভিন্ন রাস্তাঘাট।
স্থানীয় প্রশাসন বলছে, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দেয়া হচ্ছে নিরাপদ পানি, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা। যদিও টানা বৃষ্টিপাতের ফলে কিছুটা ধীর গতীতে চলছে তৎপরতা।
আবহাওয়া বিভাগ বলছে, বন্যা পরিস্থিতি আরও কয়েক দিন অব্যহত থাকতে পারে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের।
Leave a reply