ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বন্যার পানিতে ভেসে আসা দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বসিরপাড়া এলাকার ইমরান (৭) ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রাজু মিঞা (১৮)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হেসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভূল্লী নদীতে শিশু ইমরানের লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
একই দিনে বিকেলে জেলার সীমান্তঘেঁষা নাগর নদীতে ভেসে আসে রাজুর অর্ধগলিত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। রাজু ভারতের পঞ্জাবের একটি ইট ভাটায় কাজ করতো।
ভারত থেকে ফেরার পথে পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a reply