গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্বামী সাইফুল ইসলামকে (৫০) হত্যা করেছে স্ত্রী বিউটি আক্তার। সকালে হিমার দীঘি এলাকায় মো. কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে।
পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তার(৪০) কে আটক করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক বাবুল জানান, পরোকীয়ার জের ধরে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিল। আজকে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a reply