সত্য গোপন রেখে বিদেশে গিয়ে করোনা শনাক্তে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে: কাদের

|

ছবি: সংগৃহীত

করোনার নমুনা পরীক্ষা, প্লাজমা ডোনেশনসহ এ সংকট ঘিরে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এ সকল প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।

ওবায়দুল কাদের বলেন, কিছু মানুষ করোনার তথ্য গোপন করে চলাফেরা করছেন। আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজেটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন।

তিনি জানান, বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা আর সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। যা লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply