মেডিকেল সামগ্রী ক্রয়ে দুর্নীতির দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া ময়োকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া এক আদেশে তাকে বরাখাস্ত করেন।
প্রেসিডেন্টের এক বিৃবতিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয় এরকম কাজের জন্য তাকে বরখাস্ত করা হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর বলে ঘোষণা করা হয়েছে। তবে বরখাস্ত হওয়া মন্ত্রী এই অভিযোগের কোনো জবাব দেননি।
করোনাভাইরাস মোকাবেলায় সামগ্রী কেনার এক কেলঙ্কারিতে জড়িয়ে গত মাসে গ্রেফতার হন স্বাস্থ্যমন্ত্রী ময়ো। তার বিরুদ্ধে সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ আনা হয়। ৬৬ বছর বয়সী এই সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীকে জামিনে মুক্তি দিলেও আগামী ৩১ জুলাই আদালতে উপস্থিত হতে হবে।
অভিযোগে বলা হয়, যচাই বাছাই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই তিনি একটি কোম্পানির সঙ্গে ওষুধ, টেস্টিং কিট ও সুরক্ষা সামগ্রী সরবরাহের চুক্তি করেছিলেন। -আল জাজিরা
Leave a reply