ভারতে টিকটকের বিকল্প ফিচার আনবে ইন্সটাগ্রাম

|

চীনের তৈরি টিকটক অ্যাপসকে টেক্কা দিতে এবার ভারতে বিকল্প ফিচার আনছে ইন্সটাগ্রাম। ‘রিলসে’ নামে নতুন ছোট ভিডিও ফিচার পরীক্ষা চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনডিটিভি জানায়, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির পরে চতুর্থ দেশ হিসেবে ভারতে রিলস পরীক্ষা করা হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারতে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে। এ সময় রাধিকা বাঙ্গিয়া, জাহনভী দাসেট্টি ওরফে মাহাথল্লি, ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডারমুনা, অ্যামি ভার্কসহ অনেক নির্মাতাদের পোস্ট করা বিনোদনমূলক ভিডিওগুলো দেখ যাবে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা নিয়ে ভারত সরকার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম টিকটক বন্ধ করে দেয়। বিশ্লেষকদের দাবি, এর ফলে টিকটকের বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছে ফেসবুক কর্তৃপক্ষ। যদিও টিকটকের বিকল্প আনার গুঞ্জন আনেকদিন ধরেই। তবে কোন কোম্পানি সেটা বাজারে আনবে সেটাই অনিশ্চিত ছিলো এতদিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply