সাউদাম্পটনে ব্যতিক্রমী এক টস

|

করোনার কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাউদাম্পটনের দ্য রোজ বোল মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এদিন ব্যতিক্রমী এক টস দৃশ্যই দেখলো বিশ্ব।

৮১-তম ইংলিশ অধিনায়ক হিসেবে বেন স্টোকস ও ওয়েস্ট ইন্জিজের অধিনায়ক জেসন হোল্ডার টস করতে নামেন। কয়েন ছুঁড়েন স্টোকস। জিতেও নেন। ম্যাচ রেফারি শুধু হেড না টেল উঠেছে সেই ঘোষণায় দিলেন। এরপর রীতি অনুযায়ী হোল্ডারের দিকে হাত বাড়িয়ে দেন স্টোকস। হোল্ডারও করোনার কথা ভুলে বাড়িয়ে দেন হাত। শেষ মুহূর্তে হাত গুটিয়ে নেন স্টোকস। মুষ্টিবদ্ধ হাতে টুকা লাগান। সাধারণ হিসেবে এটি হয়তো অভদ্রতা বলে গণ্য হতো। কিন্তু সাউদাম্পটনের মাঠে এই ঘটনায় অট্টহাসি হেসে ওঠেন দুই অধিনায়ক, ম্যাচ রেফারি, ধারাভাষ্যকারসহ সকলে। এরপর, মাঠে ধারাভাষ্যকারের পরিবর্তে থাকা রোবট ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান স্টোকস। সেই রোবট মারফত ধারাভাষ্যকারদের সাথে কথোপকথনও চালান তিনি।

স্টোকসের পালা শেষে যখন জেসন হোল্ডার এগিয়ে যাচ্ছিলেন ক্যামেরার দিকে তখন দুই অধিনায়ক পরস্পরের সাথে কনুই মেলালেন। তাতে দ্বিতীয় দফায় হেসে উঠলো সাউদ্ম্পটন। ক্রিকেটের এই ফেরায় সকলেই যে আজ একটু বেশিই উচ্ছ্বসিত।

ইংল্যান্ড একাদশ: রোরি বার্নস, ডম সিবল, জো ডেনলি, জ্যাক ক্রোলি, বেন স্টোকস(অধিনায়ক), অলিয়ে পপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডম বেস, জফরা আর্চার, মার্ক উড, জেমস আ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জোন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট, শাই হোপ, সামরা ব্রুকস, রস্টন চেজ, জার্মেইন ব্ল্যাকউড, শেন ডওরিচ(উইকেটরক্ষক), জেসন হোল্ডার(অধিনায়ক), আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply