পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|

মাঝে মাদক ব্যবসায়ী রায়হান।

পাবনা প্রতিনিধি:

পাবনায় ২ হাজার ৭শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালিয়াহালট গোরস্থান মসজিদ এলাকা থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়হান (৩৮) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আজমপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply