১৩টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করলো ইতালি

|

ছবি- ইন্টারনেট

বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করলো ইতালি। পর্যটক, শিক্ষার্থী, কর্মজীবী, অভিবাসনপ্রত্যাশীসহ সবার ওপরই প্রযোজ্য হবে এ নিষেধাজ্ঞা। ইতালিজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নতুন করে ভাইরাস বিস্তারের ঝুঁকি এড়াতে নেয়া হয়েছে এ পদক্ষেপ।

সংক্রমণের উচ্চ হার রয়েছে- এমন দেশগুলোকেই কালো তালিকাভুক্ত করেছে রোম। তালিকায় থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, ওমান, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু ইত্যাদি। এসব দেশে ভ্রমণ করার ১৪ দিনের মধ্যে ইতালিতে প্রবেশ করতে পারবেন না অন্যান্য দেশের নাগরিকরাও। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply