Site icon Jamuna Television

শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে মাঠে নামছে রিয়াল

লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে আজ আবারো মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। যেখানে বাংলাদেশ সময় রাত ২টায় তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস।

এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার থেকে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রিয়াল। তাই আজ জয় পেলে আবারো ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে লস ব্লাঙ্কোস। লিগের বাকী ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেলেই রেকর্ড ৩৪তম লা লিগা শিরোপা ঘরে তুলবে গ্যালাকটিকোরা। ২০১৬-১৭ সালে সবশেষ লা লিগা শিরোপা জিতেছিলো রিয়াল।

তবে আজকের ম্যাচে দলের অন্যতম সদস্য ভিনিসিয়াসকে না পাবার জোড় সম্ভাবনা রয়েছে। সবশেষ করোনা পরীক্ষায় তার ফলাফলে পজেটিভ/নেগেটিভ কোন কিছুই না আসায় দেখা দেয় সমস্যা। এমনকি দলের সাথে অনুশীলনেও রাখা হয়নি তাকে। তবে রিয়াল কোচ জিদান জানান, আজ ম্যাচের আগেই তার ২য় পরীক্ষার ফল আসবে এবং তাকে মাঠে পাবেন তিনি।

Exit mobile version