মালয়েশিয়ায় রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত আল-জাজিরার সংবাদকর্মীরা

|

মালয়েশিয়ায় রাষ্ট্রদ্রোহ এবং মানহানির মামলায় অভিযুক্ত আল-জাজিরার সংবাদকর্মীরা। আজ রাজধানীর কুয়ালালামপুর পুলিশ সদর দফতরে জিজ্ঞাসাবাদ তাদের চলছে।

চলতি মাসের ৩ জুলাই কাতার ভিত্তিক চ্যানেলটিতে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ নামে একটি ডকুমেন্টারি সম্প্রচারিত হয়। সেখানে দেখানো হয়, করোনা পরীক্ষার নামে অবৈধ ও বিদেশি শ্রমিকদের হয়রানি করছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। দাবি, লকডাউনে হাজারো শ্রমিক ধরপাকড়ের শিকার। যাতে, সাক্ষাৎকার দিয়ে বর্তমানে বিপাকে রয়েছেন এক বাংলাদেশি অভিবাসী।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব বর্ণবিদ্বেষ এবং বৈষম্যমূলক তথ্য প্রচারের জন্য মালয়েশীয়দের কাছে আল-জাজিরাকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। তবে, অভিযোগ পুরোপুরি অস্বীকার করে চ্যানেলটির দাবি, নিরপেক্ষতা এবং পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখেই বানানো হয়েছে এ ডকুমেন্টারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply