Site icon Jamuna Television

ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি

টেস্ট সিরিজ চলমান অবস্থাতেই ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। যেখানে দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক এউইন মরগান।

টেস্ট দলের থেকে সম্পূর্ন ভিন্ন দল করা হয়েছে ওয়ানডে’তে। ২৪ জনের টেস্ট স্কোয়াডে থাকা সাকিব মাহমুদ শুধু জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের বাকী দুই টেস্টে তিনি থাকবেন না। যোগ দেবেন ওয়ানডে স্কোয়াডের সাথে।

স্কোয়াডের বাকী সদস্যরা হলেন। মইন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রাইডন কার্সে, টম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, লরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, টম হেল্ম, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রেসি টপলি, জেসন ভিন্স এবং ডেভিড উইলি। হাতের ইনজুরির কারণে এই সিরিজ মিস করবেন ক্রিস জর্ডান।

Exit mobile version