বিচারক আদালতে পৌঁছেছেন

|

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। বকশিবাজারে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিশেষ জজ মো. আখতারুজ্জামান ইতোমধ্যে আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। সকাল ১০টা ২০ মিনিটের দিকে তিনি ও মামলার আইনজীবীরা আদালতে হাজির হন।

 

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছিল ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। অবশ্য তার বিরুদ্ধে প্রথম মামলা ছিলো গ্যাটকো দুর্নীতির। এরপর হয় বড় পুকুরিয়া, নাইকো দুর্নীতি মামলা। সে সময় অবৈধ সম্পদ অর্জনের নোটিশ পেলেও শেষ পর্যন্ত ছাড় পেয়েছেন অভিযোগ থেকে।

 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতার বিরুদ্ধেও হয়েছিলো দুর্নীতির মামলা। এর বেশিরভাগই খারিজ হয়েছে আদালতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply