চিকিৎসকদের সুরক্ষায় বিএসএমএমইউ ও ঢাবির উদ্যোগে নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি

|

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও কোভিড ১৯ এর চিকিৎসা সহজ করতে দেশে উদ্ভাবন করা হলো নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি। এই উদ্যোগে যৌথভাবে বিএসএমএমইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ। উদ্দেশ্য হাসপাতাল থেকে কোন স্বাস্থ্যকর্মী বা ব্যক্তি যেন আক্রান্ত না হন।

গবেষকদের মতে, এতে করে কোভিড ১৯ এর চিকিৎসা ব্যবস্থা আরো সহজ হবে। চিকিৎসকদের আক্রান্ত হওয়ার হারও কমে আসবে।

নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি রোগীর শয্যায় অনেকটা মশারির মত স্থাপন করা হয়। এতে করে ভেতরের দূষিত বাতাস বাইরে বের হয় পরিশোধিত হয়ে। উল্টোভাবে বাইরের বাতাস পরিশোধিত হয়ে ভেতরে প্রবেশ করে। সবমিলিয়ে আইসোলেসন কক্ষের বাতাস কম দূষিত হয়।

গবেষণার জন্য এতে বসানো হয়েছে ২ টি প্রটোটাইপ মেশিন। প্রাথমিকভাবে বিএসএমএমইউর ১ টি বেডে ব্যবহার হবে এটি।

গবেষকদের আশা, আগস্ট মাসেই হাসপাতালগুলোতে স্থাপন করা যাবে নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply