পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে একটি হাঁসের খামারে ১ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। প্রায় তিন লাখ টাকা মূল্যের হাসগুলো মারা যাওয়ায় খামার মালিক মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। উপজেলার দক্ষিণ মুরাদিয়ার কলবাড়ি বাজার সংলগ্ন কবির হাওলাদারের হাঁসের খামারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ হাঁস খামারি কবির হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে তার হাঁস নিয়ে লোহালিয়ার চরে প্রতিদিনের ন্যায় খাবার খেতে যায়। পরে বিকালে চরের খাবার খেয়ে খামারে ফেরার পরে রাতেই ১ হাজার হাঁসের মৃত্যু হয়।
সন্দেহ করা হচ্ছে চরে মাছ ধরার জন্য কেউ বিষ বা ফুরাডন দিয়ে থাকতে পারে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি জানান, এখন তার পথে বসার মতো অবস্থা।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ বলেন, খবরটি শুনে আমি খামারটি পরিদর্শন করেছি এবং যারা মাছ ধরার জন্য নদীতে বিষ প্রয়োগ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে নতুন উদ্যোক্তা হিসেবে খামারের যে ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করলে আমি সহায়তা ও সুপারিশ করবো।
Leave a reply