Site icon Jamuna Television

আদালত প্রাঙ্গণে পুলিশ-আইনজীবী হাতাহাতি

বকশিবাজার আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীদের প্রবেশে বাধা দিয়েছে পুলিশ। আদালত এলাকার মাজার গেট দিয়ে আইনবীজীরা প্রবেশ করতে চাইলে পুলিশ সেটি বন্ধ করে দেয়। এসময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। বকশিবাজারে পঞ্চম বিশেষ আদালতের জজ মো. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন।

এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন আসামি। ছয় আসামির বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে, এতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন যেকোনো মেয়াদে কারাদণ্ড। এর সঙ্গে আর্থিক কারাদণ্ডের বিধান রয়েছে।

Exit mobile version