কুমিল্লায় পূর্ববিরোধের জের ধরে এক বালু ব্যবসায়ীকে শতশত লোকের সামনে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। শুক্রবার জুমার নামাজ শেষে সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী মোড় এলাকায় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইয়েরা আক্তার হোসেনকে মসজিদ থেকে টেনে বের করে এনে হত্যা করে।
স্থানীয়রা জানায়, কাউন্সিলর আলমগীর হোসেন ও আক্তার হোসেন পাশাপাশি বাড়ির বাসিন্দা। এলাকায় আধিপত্যসহ নানা বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
নিহতের ছোটভাইয়ের দাবি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এলাকায় ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয় আলমগীর। এ নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আক্তারকে হত্যা করে আলমগীর ও তার ভাইয়েরা। এ ঘটনায় কাউন্সিলরের তিন ভাইকে আটক করেছে পুলিশ।
Leave a reply