দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০)। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জোর্তিময় সরকার।
ঘটনার পর দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্তর ও বাবনা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a reply