বনানীতে শায়িত হলেন সাহারা খাতুন

|

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের দুই দফায় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টায় তাকে দাফন করা হয়। এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সাহারা খাতুনকে শেষ বিদায় জানাতে সীমিত পরিসরে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল ১০ টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১ টায় বনানী কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাত পৌনে ২ টায় একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আসে তার মরদেহ। পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।

এছাড়া সবাইকে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply