করোনায় মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক

|

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকাল নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার মৃত্যু হয়।

হালকা ঠাণ্ডা ও কাশি থাকায় ২২ জুন বগুড়ার টিএমএসএস মেডিকেলে নমুনা দেন আমিনুল ইসলাম।পরদিন রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর তিনি বগুড়াতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ২৯ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা পজেটিভ হওয়ায় পর তার ফুসফুস আক্রান্ত হয়। এছাড়াও তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক ছিল। স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন মরদেহ দাফনের ব্যবস্থা করছে।

আমিনুল ইসলাম নাটোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply