আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এবিএম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, “কয়েকদিন আগে তিনি বাথরুমে পড়ে যান। এতে তার বুকের হাড় ভেঙে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে প্রবীণ এই অধ্যাপক মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।”
শনিবার বাদ আসর বাবর মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।এছাড়া বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক এবিএম হোসেনের পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। ১৯৩৪ সালে তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭২ সালে অধ্যাপক পদে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মাননাপ্রাপ্ত হন তিনি। ইতিহাস বিষয়ে তার ১১টি গ্রন্থ রয়েছে। এ অঞ্চলের রাজনীতির তিনি খ্যাতনামা বিশ্লেষক ছিলেন। মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে তিনি অসংখ্য গবেষণা করেছেন। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে ড. এবিএম হোসেনকে সদস্য মনোনীত করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো।
তার স্ত্রী শাহানারা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে এক ছেলে ও মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারা চাকুরি ছেড়ে বর্তমানে অস্ট্রেলিয়া থাকেন।
ইউএইস/
Leave a reply