বাগেরহাট প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বাগেরহাট জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। এছাড়া বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, জেলায় সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩ জন। এর মধ্যে ১৯০ জন সুস্থ ও ৫ জনের মৃত্যু হয়েছে। সভায় সিনিয়র সচিব করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে আসন্ন কোরবানী পশুর হাটে করোনা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট উপজেলা প্রশসনকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন।
Leave a reply