নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরপথে ইতালিতে ৩৬২ বাংলাদেশি

|

নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৩৬২ জন বাংলাদেশি ইতালি পৌঁছেছেন। ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের আরও শতাধিক নাগরিক রয়েছেন বলে শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে জানিয়েছে বাতা সংস্থা এএফপি।

ওই প্রতিবেদনে বলা হয়, গত দু’দিনে লিবিয়া ও তিউনিশিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুটি নৌকা লিবিয়া থেকে গেছে। এর একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি রয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই এশিয়া ও আফ্রিকা মহাদেশের অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। কেউ গন্তব্যে পৌঁছান, আবার কেউ পথেই নৌকাডুবে প্রাণ হারান।

এর আগে বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করে ইতালি। পর্যটক, শিক্ষার্থী, কর্মজীবী, অভিবাসনপ্রত্যাশীসহ সবার ওপরই প্রযোজ্য এ নিষেধাজ্ঞা। ইতালিজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নতুন করে ভাইরাস বিস্তারের ঝুঁকি এড়াতে নেয়া হয়েছে এ পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply