পরিবারের ৭ সদস্যসহ চবি উপাচার্য করোনা আক্রান্ত

|

করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীন আক্তারসহ পরিবারের ৭ জন সদস্য।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, গত ৪ দিন ধরে জ্বর এবং কাশিতে ভুগছিলেন উপাচার্য শিরীন আক্তার। একইসাথে তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায়, শনিবার সকালে সবার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাবে। রাতে শিরীন আক্তারসহ ৭ জনের পজেটিভ রিপোর্ট পান তারা।

প্রক্টর আরও জানান, আক্রান্ত ৭ জনের সবাই চিকিৎসকের পরামর্শে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাস ভবনে আছেন। চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে ভর্তির জন্য তারা যোগাযোগ করছেন বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply