বাংলাদেশি রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া

|

আহমাদুল কবির, মালয়েশিয়া
আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশি রায়হান কবিরের ভিসা বাতিল করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক, তান শ্রী আবদুল হামিদ বদর।

তিনি জানান, মোঃ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে ইমিগ্রেশন বিভাগ। সুতরাং, তাকে তার নিজ দেশে ফেরত পাঠানোর আগে আত্মসমর্পণ করতে হবে।

এরআগে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) মোঃ রায়হান কবির নামে বাংলাদেশিকে খুঁজে বের করার জন্য জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশ জারি করেছিল দেশটির অভিবাসন বিভাগ।

গত ৩ জুলাই আল জাজিরার এক ডকুমেন্টারি তে দাবি করা হয়েছিল মালয়েশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ রোধে পরিচালনার ক্ষেত্রে বিদেশীদের সাথে বৈষম্য করা হয়েছে। সেখানে রায়হান কবির সাক্ষাৎকার দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply