আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালে হাসপাতাল প্রাঙ্গনে এ সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
সূত্র জানায়, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শনে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় শক্তি প্রদর্শন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ। বিবাদমান দুটি পক্ষ নিজেদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে দাবি করে। সংঘর্ষের পর হাসপাতাল প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি এখনো থমথমে। আহতদের চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Leave a reply