করোনা পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারসহ যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, তাদের এমন প্রতারণায় দেশের মানুষ বিস্মিত।
দুপুরে মিন্টো রোডের বাসভবনে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার কোন অন্যায়কারীকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষের জীবন-জীবিকার চাকা সচল রাখতে যখন নানামুখী পরিকল্পনা করা হচ্ছে, বিএনপি তখনও সরকারের সমালোচনা করছে।
Leave a reply