এবার করোনায় আক্রান্ত অনুপম খেরের পরিবার

|

করোনার হানা পড়েছে বলিউডে। ভাইরাসটি সংক্রমিত হয়েছেন বিগ বি অমিতাভ ও অভিষেক বচ্চন।

এবার করোনার থাক পড়ল বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের পরিবারে। অনুপম খেরের মা, ভাই, ভাবি ও ভাতিজি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে অনুপম খের আক্রান্ত হননি। টুইটারের নিজেই জানিয়েছেন সে দুঃসংবাদ।

রোববার একটি ভিডিও বার্তায় অনুপম খের বলেন, ‘আমার মাকে সবাই দুলারি নামেই চেনেন। কয়েক দিন থেকে খাবারের প্রতি মায়ের অনিহা তৈরি হয়। মায়ের রক্ত পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়েনি। তবে পরে সিটি স্ক্যান করা হলে তার মাঝে করোনার উপসর্গ পাওয়া যায়। মাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার করোনা টেস্ট করিয়েছেন তবে তার ফলাফল নেগেটিভ এসেছে। তবে ভাই ভাবি ও ভাতিজির করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

অনুপম খেরের পরিবারের সুস্থতা কামনা করে টুইট করেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, সোনম কাপুর, অভিনেতা রণবীর শোরে, নীল নীতিন মুকেশ প্রমুখ।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply