ভৈরব প্রতিনিধি:
ভৈরবে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।
রোববার সকালে পৌর শহরের রামশংকরপুর এলাকার নয়াহাটি গ্রামে খলিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ খলিলকে (২৮) আটক করে র্যাব সদস্যরা। তিনি এলাকার তাহের মিয়ার ছেলে।
র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খলিল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।’
এব্যাপারে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
ইউএইস/
Leave a reply