বিশ্বের সেরা ১০ সম্পদশালীর তালিকার সাতে উঠে এসেছেন এশিয়া ও ভারতের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি। মার্কিন বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত তালিকায় ২১ নম্বর থেকে এক লাফে সাতে উঠে আসেন তিনি।
তালিকার শীর্ষে দশে স্থান পাওয়া প্রথম এশিয়ান ব্যবসায়ী মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ৭ হাজার কোটি ডলার। তার দৈনিক আয় ৪৫ লাখ ডলার।
তালিকার শীর্ষে যথারীতি মার্কিন ব্যবসায়ী ও আমাজনের প্রতিষ্টাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। এদিকে ১১ হাজার কোটি মার্কিন ডলার নিয়ে তালিকার দুইয়ে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
তবে চতুর্থ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছেন ওয়ারেন বাফেট। সেরা দশে নেই কোন নারী বিলিয়নিয়ার। তবে ৬ হাজার ৪৬০ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষ নারী বিলিয়নার হয়েছেন ফ্রান্সের বেত্তেনকোর্ত মেয়ার্স।
Leave a reply