করোনায় আক্রান্ত পবিপ্রবি’র উপাচার্য, হেলিকপ্টারে ঢাকা আনা হয়েছে

|

করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। আজ সকালে ঢাকায় আনার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি করা হয়েছে। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রে‌জিস্টার ড. স্ব‌দেশ চন্দ্র সামন্ত জানান, উপাচার্য অধ্যাপক ডঃ হারুন অর রশীদের লা‌ন্সে বড় ধর‌নের সমস্যা দেখা দেয়ায় ডাক্তাররা তাকে ঢাকায় পাঠা‌নোর পরামর্শ দি‌য়ে‌ছে।

তি‌নি আরও জানান, গতকাল ভো‌রে তার শরীর খারাপ হ‌লে তি‌নি ব‌রিশাল শেবা‌চি‌মে প্রাথ‌মিক ট্রিট‌মেন্ট গ্রহণ ক‌রেন এবং বি‌ভিন্ন ধর‌নের পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তার ফুসফু‌সে সমস্যা ধরা প‌র‌লে সেখানকার ডাক্তাররা দ্রুত তা‌কে ঢাকায় পাঠা‌নোর জন্য নি‌র্দেশ দেন। এরপর আজ সকা‌লে বাংলা‌দেশ ‌বিমান বা‌হিনীর এয়ার অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে তা‌দের দুইজন‌কে ঢাকায় নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply