কাতারের বিরুদ্ধে আকাশপথ অবরোধের মামলায় সৌদি জোটের আপিল প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক আদালত। মঙ্গলবারের রায়ে কাতারের প্রতি সমর্থন জানায় আইসিজে। আইসিজে প্রেসিডেন্ট আব্দুল ওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে কাতারের আকাশপথ অবরোধ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন। এ অবরোধকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে অভিযোগ তোলে আন্তর্জাতিক বিমান সংস্থা-আইসিএও। তবে এ বিষয়ে আইসিএও’র সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই বলে দাবি করে সৌদি জোট। রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আপিল করে তারা। তবে এ বিষয়ে সংস্থাটির সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। রায়কে স্বাগত জানিয়েছে কাতার।
Leave a reply