হঠাৎ সংক্রমণ বাড়ায় করোনার বিস্তার রোধে কঠোরতম ব্যবস্থা নিলো হংকং। এর আওতায় গণপরিবহণে ফেস মাস্ক না পরলে স্থানীয় মুদ্রায় গুণতে হবে পাঁচ হাজার ডলার জরিমানা। চারজনের বেশি ব্যক্তির এক জায়গায় জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
রেস্তোরাঁগুলোর জন্য সন্ধ্যা ৬টার পর শুধুমাত্র টেক-অ্যাওয়ে সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধ থাকবে জিমসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র। টানা তিন মাস বন্ধ থাকার পর খোলার মাস না পেরোতেই ফের বন্ধ করে দেয়া হয়েছে ডিজনিল্যান্ড।
অন্যদিকে, যুক্তরাজ্যকে ছাড়িয়ে সংক্রমণে শীর্ষ নবম দেশ এখন দক্ষিণ আফ্রিকা। সম্ভাব্য নতুন এই হটস্পটে ভাইরাসে আক্রান্ত প্রায় তিন লাখ মানুষ। গেল এক সপ্তাহে দেশটিতে দিনে গড় সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজারের বেশি। কঠোর লকডাউন সত্ত্বেও ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে। নতুন সংক্রমণ শূণ্যে থাকলেও দ্বিতীয় দফায় মহামারির জন্য প্রস্তুত হচ্ছে নিউজিল্যান্ড। এলাকাভিত্তিক লকডাউন চলছে যুক্তরাজ্য-স্পেন-ভারতসহ অনেক দেশে।
Leave a reply