ইসরায়েল থেকে ড্রোন ও অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনছে ভারত

|

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের কাছ থেকে হেরন ড্রোন ও স্পাইক অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনছে ভারত। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র।

সেইসাথে ভারতীয় বিমান বাহিনীর বিদ্যমান বহরে হেরন ইউএভি-র জন্য অর্ডার করারও পরিকল্পনা করছে দেশটির সামরিক কর্মকর্তারা। ইসরায়েল থেকে আগেও বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনেছে ভারত।

জানা যায়, ইসরায়েলের এ ড্রোনগুলো যে কোনো আবহাওয়াতেই উড়তে সক্ষম। ১০ হাজার মিটার থেকে ৩০ হাজার ফুট উঁচু পর্যন্ত উড়তে পারে এ ড্রোন, তুলে আনতে পারে রিয়েল টাইম ভিডিও ফুটেজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply