Site icon Jamuna Television

স্ত্রীর ওপর রাগ করে বাড়ি পুড়িয়ে দিল মাতাল স্বামী

স্বামী-স্ত্রীর ঝগড়া গড়াল নিজ বাড়িতে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায়। ওই আগুনে পুড়ে গুরুতরভাবে দ্বগ্ধ হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বাসন্তীর ঝড়খালির নেহরুপল্লীতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ১০ বছর আগে ওই এলাকার বাসিন্দা সন্তোষ রায়ের মেয়ে লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় বাবলু বিশ্বাসের। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের সংসারে অভাব চলছিল। তার ওপর বাবলু মদ খেয়ে এসে মাঝেমধ্যেই ঝামেলা করত।

ঘটনার দিন দুপুরে মদ খেয়ে বাড়িতে এসে গোলমাল শুরু করে বাবলু। লক্ষ্মী এর প্রতিবাদ করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, স্ত্রীকে পুড়িয়ে মারার জন্যই ঘরে আগুন লাগিয়েছিল বাবলু। লক্ষ্মীর গায়ে আগুন ধরেছিল। সামনেই তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। এলাকার লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Exit mobile version