সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১১৭ সেন্টিমিটার উপর

|

স্টাফ রিপোর্টার:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে বিপদসীমার ৮৮ ও কাজিপুর পয়েন্টে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ২০ ও কাজিপুর পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি বৃদ্ধির ফলে নদীর চরাঞ্চল ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে পাট, তিল, আখ এবং বিভিন্ন সবজি ক্ষেত। দেখা দিয়েছে নদী ভাঙ্গন। জেলার চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙ্গনে দিশেহারা নদী পাড়ের মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply