ঈদে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, গণপরিবহন চলাচল বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিআরটিএ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করার আহ্বান জানান তিনি। ঈদে গণপরিবহন চলা নিয়ে গতকাল ধুম্রজাল তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ের আলাদা নির্দেশনায় বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিবহন ও কোভিড নাইনটিনের কারণে গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন বন্ধ থাকে গণপরিবহণ। পরে সম্পূর্ণভাবে চালু না করে ১ জুন থেকে সড়কে আছে গণপরিবহণ।
এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। আর সূর্যাস্তের পর সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচলও বন্ধ থাকবে।
Leave a reply