বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের ঘটনায় বিবৃতি দিলো জাতিসংঘ। বৃহস্পতিবার সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তার পক্ষ থেকে বিবৃতি দেন মুখপাত্র ফারহান হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সামগ্রিক বিষয় পর্যালোচনার পরই সুনির্দ্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে সংস্থাটি। নির্বাচন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবার উপস্থিতি-অন্তর্ভূক্তিমূলক ভোট অনুষ্ঠান দেখতে চান বাংলাদেশে। তার আগে, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় জাতিসংঘের বিবৃতিতে।
ফারহান হক বলেন, বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়ার রায় পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। পর্যালোচনার পরই বিস্তারিত বিবৃতি দেবে জাতিসংঘ। সেই পর্যন্ত সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচনে এই ঘটনার কেমন প্রভাব পড়বে তা এখনই বলা মুশকিল। তবে সবার অর্ন্তভূক্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
Leave a reply