রামের জন্মস্থান খুঁজতে খনন কাজ শুরু করেছে নেপাল

|

রামের জন্মস্থান ভারতে নয় নেপালে, এমনকি ভগবান রাম নেপালি। এমন মন্তব্য করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার এই মন্তব্যের পরই রামের জন্মস্থানের খোঁজে প্রত্নতাত্ত্বিক খনন কাজের ঘোষণা দিয়েছে নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ। খবর কলকাতা ২৪।

নেপালের প্রত্নতত্ত্ব বিভাগের ডিজি দামোদর গৌতম জানান, খুব শীঘ্রই একটি আলোচনা সভার আয়োজন করা হবে। যেখানে ইতিহাসবিদ, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, ধার্মিক নেতা, অধ্যাপক আর গবেষকরা উপস্থিত থাকবেন। এরপর খননের প্রধান স্থান নির্ধারণ করা হবে।

নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ আরও জানায়, প্রধানমন্ত্রী ওলির দাবি অনুযায়ী, আপাতত থোরি গ্রামে খননকার্য শুরু হবে।

প্রধানমন্ত্রী ওলির দাবি, নেপালের বীরগঞ্জে থোরিতে আসল অযোধ্যা অবস্থিত। দশরথের ছেলে রাম ভারতীয় ছিলেন না আর অযোধ্যাও নেপালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply