ভৈরবের ৩৬ মণ ওজনের ‘বড় সাহেব’, দাম ১০ লাখ টাকা

|

ভৈরব প্রতিনিধি
ভৈরবের ৩৬ মণ ওজনের “বড় সাহেব”। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। ভৈরবে গরুর হাট এখনও বসেনি। তবে অনেকেই বড় সাহেবকে কিনতে শরীফুজ্জামানের খামারে যোগাযোগ করেছেন।

মাত্র ৩ বছর বয়সী বড় সাহেব। সাদার মধ্য কাল রং। প্রতিদিন ৩০ কেজি গো-খাদ্য খাওয়াতে হয় বড় সাহেবকে।

শরীফুজ্জামানের বাড়ি ভৈরব উপজেলার রসুলপুর গ্রামে। তার খামারে রয়েছে ১০ টি গরু। তার দাবি ভৈরবের মধ্য “বড় সাহেব ” সবচেয়ে বড় গরু। তাই গরুটির নাম রেখেছেন বড় সাহেব। গত এক বছর আগে গরুটি দেড় লাখ টাকায় কেনা হয়েছিল।

বিশাল আকারের বড় সাহেবকে দেখতে আশেপাশের মানুষ প্রতিদিন খামারে ভিড় জমায়। ইতোমধ্যই বড় সাহেবের দাম ৬ লাখ টাকায় উঠেছে। কিন্ত বিক্রি করেননি।

চলমান করোনা পরিস্থিতে এবার গরুর ক্রেতা কেমন হবেন তা জানেন না শরীফ। তাই অনেকটা দুঃশ্চিন্তায় আছেন। গরুটি কেনার পর এ পর্যন্ত তার আরও ২ লাখ টাকা খরচ হয়েছে লালন পালনে। এছাড়া দিনরাত পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন ৩০ কেজি খাবারে ১২০০ টাকা ব্যয় হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply