ভারতে তিন দিনে এক লাখ করোনা রোগী শনাক্ত

|

ভারতে প্রথম ১ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে ১১০ দিনে। কিন্তু গত তিন দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ মানুষ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন ও মারা গেছেন ৬৮৭ জন। দু’টিই রেকর্ড। এরআগে ১৬ জুলাই আক্রান্ত হয় ৩২ হাজার ৯২ জন। ১৫ জুলাই আক্রান্ত হয় ৩০ হাজার ৮৫৬ জন। শনিবার পর্যন্ত ভারতে করোনা রোগীর মোট সংখ্যা ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ জন। সারাদেশে মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩ জন। খবর আনন্দবাজার।

সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। এই রাজ্যে ২ লক্ষ ৯২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫২ জনের। তামিলনাড়ুতে করোনা আক্রান্তে সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ হাজার ৩১৫ জনের। দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৭১ জনের। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply