ঈদে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সবাইকে কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন মন্ত্রী। এসময়, করোনা সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে- বিশেষজ্ঞদের এমন আভাস প্রসঙ্গে আসন্ন ঈদে জনসমাগম যে কোনো মূল্যে এড়িয়ে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। পশুরহাট, লঞ্চ, বাস-ট্রেন স্টেশন, ফেরিঘাট ও শপিং মলসহ বিভিন্ন জায়গায় মাস্ক পড়ার উপর জোর দেন তিনি।
করোনার এই সংকটে হাসপাতালগুলোয় পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। এসময় অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। বিএনপি’র সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। তাই সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মানায় না।
Leave a reply