২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলো। শনিবার প্রাণ গেছে ৫ হাজার মানুষের; নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া দু’লাখের মতো। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ১ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।
৮০০ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজারে। ৬২ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত সাড়ে ৩৮ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৮ শতাধিক মানুষ।
এ পর্যন্ত ৭৯ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আক্রান্ত পৌনে ২১ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৩ লাখ ৪০ হাজারের মতো।
এদিন সাড়ে ৫শ’ মৃত্যু হয়েছে ভারতে, মোট প্রাণহানি ২৭ হাজারের কাছাকাছি। প্রথমবার একদিনে ৩৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে, আক্রান্ত পৌনে ১১ লাখ মানুষ।
এদিকে, সংক্রমণ বাড়ায় যুদ্ধকালীন অবস্থা জারি করা হয়েছে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে।
Leave a reply