নির্মমভাবে খুন করার দু’দিন পরই পার্টির প্রস্তুতি নিচ্ছিলেন ফাহিম সালেহ’র অভিযুক্ত হত্যাকারী টাইরিস হাসপিল। পুলিশ খুঁজছে জেনেও অবলীলায় ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে।
হত্যার ঘটনাস্থলের এক মাইল এলাকার মধ্যে বন্ধুকে নিয়ে ঘুরছিলেন। নিজের ২২তম জন্মদিন উদযাপনে কিনেছিলেন বেলুন। হত্যার পর এয়ার-বিএননি’র মাধ্যমে ম্যানহাটনে একটি বিলাসবহুল ফ্ল্যাটও ভাড়া করেন। এসব খরচের সবটাই টাইরিস করছিলেন ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করে।
মঙ্গলবার নিউইয়র্কে নিজ ফ্ল্যাট থেকে, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, ৯০ হাজার ডলার চুরির দায়ে চাকুরিচ্যুত ব্যক্তিগত সহকারী টাইরিস ফাহিমকে হত্যা করেন। শুক্রবার টাইরিসকে গ্রেফতারের পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে পুলিশ।
Leave a reply