মাঠে নয়; এবার ঘরেই কাদা ছোড়াছুড়ির উৎসবে মেতেছেন সবাই

|

করোনা পরিস্থিতির কারণে বদলে গেছে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী মাড ফেস্টিভ্যাল উদযাপনের রেওয়াজ। সংক্রমণ রোধে এক সাথে কাদা ছোড়াছুড়ির নিয়ম বাতিল করেছে সরকার। তবে থেমে নেই উদযাপন।

এর মধ্যেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাদা ছোড়াছুড়ির উৎসব। তবে ঘটা করে মাঠে- ময়দানে নয়; করোনার কারণে এ বছর ঘরেই উদযাপনে মেতেছেন ছেলে-বুড়ো সব বয়সী মানুষ। সবার সাথে এই আনন্দ ভাগাভাগি করতে রাখা হয়েছে ভার্চুয়াল কনসার্টের ব্যবস্থা।

এ বছর কাদায় খেলতে বাইরে যেতে না পারার দুঃখ ছিল প্রায় সবার মনেই। তবে বাড়িতেই সব ব্যবস্থা করায় এখন সবাই খুশি বলে জানালেন বাড়িতেই উৎসবের আয়োজন করা এক কর্তা। তিনি বলেন, বাড়ি নোংরা হলেও কিছু করার নেই। বাচ্চাদের আনন্দটাই সবার আগে, তাই যতটুকু পারা যায় বাসাতেই সব ব্যবস্থা করে দিয়েছি।

বদ্ধ ঘরে উদযাপন চললেও রাখা হয়েছে কনসার্টের আয়োজন। সুযোগ রয়েছে অনলাইনে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগির ও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply