সিএমএসডি’র ২ কর্মকর্তাকে দুদকের জিঞ্জাসাবাদ

|

স্বাস্থ্যখাতে সরঞ্জাম ক্রয় ও সরবরাহে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএসডি’র ২ কর্মকর্তাকে জিঞ্জাসাবাদ করছে দুদক।

এর আগে সিএমএসডির সহকারী পরিচালক ডা. মো. শাহজাজানের জিঞ্জাসাবাদ শেষ করেছে দুদক। তলবের পর সকালে দুদক কার্যালয়ে হাজিরা দেন তিনজন। আগামীকাল আরও তিন কর্মকর্তাকে তলব করা হয়েছে।

দুদকের নোটিশে বলা হয়, সিএমএসডি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করোনা চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহ করেন। অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও এনেছে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply