খুলনা প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে গুলি করে তিনজনকে হত্যা মামলায় অভিযুক্ত আসামি মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি জাফরিনকে ৮ দিনের এবং আরমান ও জাহাঙ্গীরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তরিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার উপ-পরিদর্শক লুৎফর হায়দার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, রিমান্ড মঞ্জুর শেষে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইউএইস/
Leave a reply