টাকার বিনিময়ে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের মামলা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় র্যাব। এসময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, সাহেদ করিম প্রতারকদের আইডল। সাধারণ মানুষের সাথে অন্তত ১০ কোটি টাকার প্রতারণা করেছেন তিনি।
এরআগে, গত ১৫ জুলাই (বুধবার) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত থেকে আনুমানিক ৫.০০ থেকে ৫.৩০ এর দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে দশ দিনের রিমান্ড চাওয়া হলে মঞ্জুর করে আদালত।
Leave a reply